সলঙ্গা প্রতিনিধি : সলঙ্গা থানার নলকা ইউনিয়নের কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার মাঠে হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতিতে খেলার শুভ উদ্বোধন করেন, রায়গন্জ,তাড়াশ- সলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের হাজার হাজার ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ ফুটবল খেলা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ, সুন্দর ও মনোরম পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজক কর্তৃপক্ষকে সবাই ধন্যবাদ জানান। অনেক দিন ধরে চলে আসা উক্ত খেলায় উল্লাপাড়ার সড়াতৈল অনির্বাণ একাদ্বশ ও সিরাজগন্জ সদর উপজেলার বহুলী ক্রীড়াচক্র এ দু'টি দল ফাইনাল ফুটবল খেলায় স্থান করে নেয় । শেষে ট্রাইব্রেকারের মাধ্যমে সড়াতৈল একাদ্বশ ৭-৬ গোলে বিজয়ী হয়। খেলা শেষে সম্মানীত অতিথিবৃন্দ বিজয়ী দলকে ২৪ ইন্চি এল,ই,ডি কালার টিভি ও অপর দলকে ১৪ ইন্চি কালার টিভি সহ শ্রেষ্ঠ খেলোয়াড়দেরও পুরস্কৃত করেন।