কাজিপুর প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের কাজীপুরে প্রশাসনের তৎপরতায় লবনের গুজব রোধ করা গেলেও পেঁয়াজের মূল্যের কোন সুরাহা হয়নি। আজ বৃহস্পতিবার উপজেলার সিমান্ত বাজার, গান্ধাইল,মেঘাই, আলমপুর, সোনামুখি ও ঢেকুরিয়া বাজার ঘুরে এমন চিত্র চোখে পড়ে। হাট-বাজার গুলোতে দেখা যায় দেশি পেঁয়াজ কেজি প্রতি ১৭০ থেকে ১৮০ টাকা এবং ডাটি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে।
ঢেকুরিয়া বাজারের দোকানী আবু তালেব জানান, সরকার যদি টি.সি.বি'র পেঁয়াজ আমাদের দিত তবে ক্রেতাদের হাতে কম দামেই পেঁয়াজ তুলে দিতে পারতাম। বাজারের আরেক বিক্রেতা জানান, বেশি দাম দিয়ে কিনে বেশি দামেই বিক্রি করছি আমরা।
অন্য দিকে ক্রেতারা জানান প্রশাসন যদি বাজার গুলোতে নিয়মিত মনিটরিং করতো তবে পেঁয়াজের দামও কমে আসতো।