মোকামতলায় ফেন্সিডিলসহ আটক-১
০২ অক্টোবর, ২০১৯ ০৮:৪৫ অপরাহ্ন প্রকাশিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন চন্দ্র সরকারের নেতৃত্বে এস,আই শাহাদত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার ভোররাত ৩টায় সঙ্গীয় ফোর্সসহ ঠাকুরগাঁও হইতে ঢাকাগামী "নাবিল" পরিবহনের যাত্রীবাহী কোচ রেজি: নং ঢাকা মেট্রো ব-১৪-৪১৯১ তল্লাশী করে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার টেংরিয়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র এন্তাজুল ইসলাম(২৫) কে ১০০বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ আটক করা হয়। এ বিষয়ে এস.আই শাহাদত হোসেন আসামীর বিরুদ্বে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করিয়া আসামীকে বিজ্ঞ আদালত বগুড়ার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। এবিষয়ে এসআই শাহাদত বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা বলে তিনি জানান।
নিউজরুম ০২ অক্টোবর, ২০১৯ ০৮:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 292 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ