উল্লাপাড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত-২
৩১ জুলাই, ২০১৯ ০৫:৩৯ অপরাহ্ন প্রকাশিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু রোগে বক্রান্ত রোগীরা হলো উপজেলার আলীগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ আরিফ হোসেন(৩০) ও উল্লাপাড়া পৌরসভার নেওয়ারগাছা নতুন পাড়া গ্রামের মোঃ আব্দুস সালামের স্ত্রী মোছাঃ সালেহা খাতুন(২৫) ।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সেহাব উদ্দিন জানান বুধবার বেলা ১০ টার দিকে ২ জন রোগী ভর্তি হয় । তাদের শারীরিক অবস্থা ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর মত দেখা যাওয়ায় তাদেরকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জনায় উল্লাপাড়া নিউ ল্যাবএইটে পরীক্ষা করায় ডেঙ্গু রোগ ধরা পড়ে । পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে । পরীক্ষার কাগজ পত্রে ডেঙ্গু রোগে আক্রান্তের নমুনা পাওয়ায় তাদের ২ জনকেই সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার্ট করা হয়েছে ।
ডেঙ্গু রোগে আক্রান্ত মোঃ আরিফ হোসেন ও মোছাঃ সালেহা খাতুন জানায় তারা ঢাকা থেকেই এ রোগে আক্রান্ত হয়েছেন ।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩১ জুলাই, ২০১৯ ০৫:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 578 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ