সর্বশেষ সংবাদঃ
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া পৌর শহরের জয়দেব সড়ক মহল্লায় একটি নির্মানাধীন ট্যাংকির স্যাটার খুলতে গিয়ে ট্যাংকির ভিতর পরে ২ জন নির্মান শ্রমিক মারা গেছে এবং আহত হয়েছে ১ জন।
উল্লাপাড়া থানা পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে উল্লাপাড়া পৌর শহরের জয়দেব সড়ক মহল্লার রাম সাহার বাড়িতে একটি নির্মানাধীন ট্যাংককির স্যাটার খুলতে গিয়ে ৩ জন নির্মান শ্রমিক ট্যাংকির মধ্যে পড়ে যায়।
ট্যাংকির ভিতর গ্যাস সৃষ্টি হওয়ায় পড়ে যাওয়া তিন শ্রমিকের মধ্যে উল্লাপাড়া উপজেলার শ্যামপুর গ্রামের আসাদুলের ছেলে রেজাউল (২৫) এবং শাহজাদপুর উপজেলার শিমুলতলী গ্রামের আল আমিন (২৬) ঘটনাস্থলেই মারা যায়।
অপরজন বালসাবাড়ি গ্রামের হোসেন আলীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে ২ জনের মৃত্যু দেহ ও অপর ১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ নাদির হোসেন জানান, ওই ট্যাংকিতে গ্যাসের সৃষ্টি হওয়ায় নির্মানাধীন শ্রমিক ২ জন মারা গেছে।