সর্বশেষ সংবাদঃ
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতা মুলক আলোচনা করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে উল্লাপাড়া মডেল থানা পুলিশের উদ্যোগে সরকারি আকবর আলী কলেজে শিক্ষার্থীদের মাঝে গুজব প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের প্রফেসর শামিম হাসান,মডেল থানা ওসি (তদন্ত) গোলাম মোস্তফা।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি দেওয়ান কউশিক আহম্মেদ বলেন ছেলে ধরা গলা কাটা বলতে কিছুই নেই এগুলো এক শ্রেণির কুচক্রী মহল গুজব ছড়িয়ে সবার মাঝে বিভ্রান্ত ছাড়াচ্ছে। এ বিষয়ে সকল কে সচেতনতা সৃষ্টির জন্য আহ্বান জানান তিনি। তিনি আরো জানান সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় উল্লাপাড়া মডেল থানা পুলিশ সকল শিক্ষা প্রতিষ্ঠানে গুজব প্রতিরোধে সচেতনতা মুলক আলোচনা করছে।