সর্বশেষ সংবাদঃ
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে বন্যা দূর্গত এলাকায় শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভেলুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যা দূর্গত পরিবারের মাঝে ওই শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। জানা গেছে, যমুনা ও ব্রক্ষ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়ে ভেলুয়া ইউনিয়নের চকবন্দি, কাউনেরচর, ঝগড়ারচর, লক্ষীডাংরী, চরহাবর, বারারচর, বলিদাপাড়া, চরশিমূলচুরাসহ প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
এ সব গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। খবর পেলে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়া বন্যার্তদের মাঝে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান মিঞা মো: মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো: মনিরুজ্জামান, ভেলুয়া ইউনিয়নের ইউ.পি সদস্য আবিজল মিয়া, মঞ্জুরুল ইসলাম, ময়েজ উদ্দিন প্রমুখ। কয়েক,শ বর্ন্যাত পরিবারে মাঝে এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, আখের মুড় ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।