চৌহালী প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের চৌহালীতে ২০(বিশ)পিচ ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত্রে ১১.৪৫ ঘটিকায় উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামের ১,মোঃ শামসুল হকের ছেলে মোঃ যুবরাজ(২৫)২,একই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে আবুল কালাম আজাত (২৩)৩, মোঃআশরাফ আলীর ছেলে মোঃজাহিদুল ইসলাম (২৪) দুই নাম্বার আসামির বসত বাড়ী থেকে ২০পিচ ইয়াবা সহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের কোদালিয়ার গ্রামের তিন জননি মাদক ব্যাসায়ী
চৌহালী থানা ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ওসি তদন্ত মোঃ হাসিবুল্লাহ হাসিব ,এস আই মোঃছোলাইমান হোসেন ও এএসআই মোঃউজ্জাল ,এ এস আই সাজুমিয়া .গোপাল চন্দ্ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদের তিন জন কে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত ছিল। তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮এর ৩৬(১)এর টেবিলের ১০(ক)চৌহালী থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হইবে৷