সর্বশেষ সংবাদঃ
এম এ মাজিদঃ সিরাজগঞ্জের তাড়াশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস হামদ/নাত, কুরআন তেলাওয়াত, রচনা প্রতিযোগীতা ও র্যালীর মধ্যে দিয়ে পালিত হয়েছে।
তাড়াশ ইসলামিক ফাউন্ডেনের আয়োজনে রোববার দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে এক র্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ইফ্ফাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো.আব্দুল হক। এসময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, ফিল্ড সুপার ভাইজার মো. ফরিদ হোসেন, এমসি আব্দুল মাজিদ প্রমূখ।
শেষে প্রধান অতিথি বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।