সর্বশেষ সংবাদঃ
এম এ মাজিদঃ “প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নয়ন জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে তাড়াশ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা পারভিন মিনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা জুলফিকার আলী প্রমুখ।