সর্বশেষ সংবাদঃ
রায়গঞ্জ/সলঙ্গা: ইসলামী জীবন
সলঙ্গা প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও সলঙ্গার চড়িয়া মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ বিজ্ঞান দাখিল মাদ্রাসায় ৩য় বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামিয়াতুস সালেকিন হাটিকুমরুল ইউনিয়ন সালেকদের আয়োজনে গত রবিবার রাতে সলঙ্গা ইউনিয়ন আমির ও মজলিশে শুরার আমেলা সদস্য মাওঃ মোঃ আশরাফুল ইসলামের পরিচালনায় প্রধান মেহমান হিসেবে তাশরিফ আনেন ৪ তরিকার পীরে মোকাম্মেল বাংলাদেশ জামিয়াতুস সালেকীনের মহামান্য আমিরুল উমারা ও রসুলপুর দাওরায়ে হাদিস মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মহা পরিচালক আলহাজ্ব হযরত হাফেজ মাওঃ মোঃ আব্দুল মতিন নেছারী, পীর সাহেব রসুলপুরী। আমন্ত্রীত ওলামায়ে কেরাম আলহাজ্ব হযরত মাওঃ মোঃ আবু বকর সিদ্দিক সাহেব, রসুলপুর হযরতজীর সুযোগ্য খাদেম। মুফতী আলহাজ্ব হযরত মাওঃ মোঃ মিজানুর রহমান সাহেব, আমির, জামিয়াতুস সালেকিন উল্লাপাড়া উপজেলা ও হযরতজীর সুযোগ্য খলিফা। আলহাজ্ব হযরত আব্দুল কুদ্দুস সাহেব, নায়েবে আমির সিরাজগঞ্জ জেলা ও হযরতজীর সুযোগ্য খলিফা। এ্যাডঃ হযরত মাওঃ মোঃ আব্দুল মান্নান সাহেব, আমির, টাঙ্গাইল জেলা ও হযরতজীর সুযোগ্য খলিফা প্রমুখ।
চৌহালী নিউজঃ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।