সর্বশেষ সংবাদঃ
তাড়াশ: অপরাধ
তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা এলাকার পুলিশের এক ওসির বাড়িতেই চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতের আধারে উপজেলার পৌর এলাকার সরদারপাড়া এ চুরির ঘটনা ঘটে। বাসার মালিক আবুল কালাম আজাদ ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিসেবে কর্মরত রয়েছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদের স্ত্রী বাসায় তালা দিয়ে মেয়ের বাসায় বেড়াতে যান। এ সুযোগে রাতের আঁধারে কে বা কারা তালা ভেঙে চুরি করে পালিয়ে যায়। পরে নিচতালায় বসবাসরত ভাড়াটিয়ারা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাসার মালিক পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ দাবি করেছেন, তার বাসা থেকে ৩ ভরি স্বর্ণ, ২৫ ভরি রুপার গহনা ও নগদ কিছু টাকা চুরি হয়েছে।
চৌহালী নিউজঃ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।