সর্বশেষ সংবাদঃ
তাড়াশ: অন্যান্য
এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ/২০১৮ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে। সোমবার তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্ত ডাঃ এহিয়া কামালের সভাপতিত্বে ওই সভা অনষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহমুদুল হাসান,ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, স্বাস্থ্য পরিদর্শক আতাহার হোসেন,মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,সাংবাদিক মামুন হুসাইন,মহসীন আলী প্রমুখ। সভায় ঊক্তাগন বলেন,বাংলাদেশের একটি মানুষও যেন কৃমি নাশক ট্যাবলেট খাওয়া থেকে বাদ না পরে সেদিকে সবার নজর রাখতে হবে। কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ (১-৭)তারিখ ২০১৮ উপলক্ষে তাড়াশ উপজেলায় ৫ থেকে ১৬ বছরের মোট ৫৩,৭৮৩জন ছাত্র ছাত্রীদের ১টা করে কৃমি ট্যাবলেট খাওয়ানো হবে।
চৌহালী নিউজঃ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।