সর্বশেষ সংবাদঃ
কামারখন্দ: অন্যান্য
কামারখন্দ প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জের কামারখন্দে বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সকল শ্রেণির মানুষের অংশগ্রহনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ ১৪২৫ বরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করে উপজেলা শিল্পকলা একাডেমী ও যুগান্তর শিল্পী গোষ্ঠী। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল, জামতৈল ইউপি চেয়ারমান আনোয়ার হোসেন শেখ প্রমুখ।
চৌহালী নিউজঃ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।